slideshow 1 slideshow 2 slideshow 3

You are here

বৈচিত্রময় ঐতিহ্য

বাহা (ফুল) উৎসব, প্রকৃতি এবং জীবন যেখানে একই সুত্রে গাঁথা।

কথা বললেই গান, পা বাড়ালেই নাচ! আবাল বৃদ্ধ বনিতা সবাই গাইতে জানে, নাচতে জানে।প্রকৃতির অন্তরঙ্গ সস্পর্কে জড়িত তাদের শিল্প ও সঙ্গিত জীবন। তারা নাচে সামাজিক উৎসবে, বিয়ের অনুষ্ঠানে, অতিথি বরণে, পূজা পার্বনে, ধর্মীয় অনুষ্ঠানে। হাতে হাত ধরে, কোরাসে, কোমর দুলিয়ে তুমদা-তামাকের ছন্দে তারা জীবনের কথা বলে, প্রকৃতির কথা বলে।