slideshow 1 slideshow 2 slideshow 3

You are here

আত্মবিজ্ঞাপন

ভূমিকার ভূমিকা অথবা নিজের ঢোল নিজে পিটাই...

দর্শক, আপনারা যারা আমার গ্যালারির লোক, তারা তো সবই জানেন! জানেন যে, এবারের বইমেলায় আমার একটি বই-সন্তান জন্ম লাভ করেছে। আপনাদের মতোই আমার কাছের দর্শকেরা তার নাম রেখেছে : দর্শক, খেলা চলছে...

গত ১০ ফেব্রুয়ারি বইটির মোড়ক উন্মোচন হয়েছে। উন্মোচন করেছেন অদিতি ফাল্গুনী। এ সময় আমার দুইপাশে আরো অনেকে ছিলেন, ফলে সবার নাম লিখতে বা বলতে পারছি না, তাছাড়া আমার মনে হচ্ছে তারাই ভবিষ্যতের বাংলাদেশ এবং বাংলা শিল্প-সাহিত্য-সংস্কৃতির ভবিষ্যতের কর্ণধার...তাই জেনে-শুনে ঝুঁকি নিলাম না! কার না কার নাম বাদ পড়ে যায় কে জানে!