slideshow 1 slideshow 2 slideshow 3

You are here

উন্মোচন উস্কানি

হোজ্জার লজ্জা, আমার হাই হ্যালো!

আমার মনের মন ভালো নেই। আচ্ছামতো ধমক দিয়েছি। বিষয় কিছুই না, উন্মোচনের পাসওয়ার্ড। খালদুন, শশাদা, বাঘমামা...ওরা জানে কতবার নতুন পাসওয়ার্ড করতে হয়েছে!  আর পাসওয়ার্ড হারানো তো নিজের ঘরের চাবি হারানো!

এমনিতেই আমি নাসিরুদ্দীন হোজ্জার লজ্জার মতো উন্মোচনকারীদের প্রতি মনে মনে লজ্জায় লজ্জায় থাকি...আমাদের কথা ছিল সময়ের মুখোশ খুলে দেখার....অথচ আমি নিজেই এখন সময়-এর মুখোশ হয়ে বসে থাকি! বকরির মতো চাকরি করি! বৃত্তবন্দি প্লাস্টিক জীবন। আমি কিছুই নই, ঘড়ির কাঁটাই সব। পৃথিবী সূর্যকে, আর আমি ঘড়ির কাঁটাকে কেন্দ্র করে ঘুরছি। যার যার কক্ষপথে, যার যার লক্ষ্যমতে। আসি আর যাই।