slideshow 1 slideshow 2 slideshow 3

You are here

রম্য আমার ধর্ম

আড্ডা পূরাণ: অন্তর্ধ্যান পর্ব

ঘোর কলিকাল। নয়ত ‘বাবা’র কথা এতদিন ভূলে থাকলাম কিভাবে! সেদিন, হঠাৎ কি মনে করে গ্যারাজ থেকে সব জঞ্জাল টেনে বের করল আমার বউ। ভাগ্যিস!

আড্ডা পূরাণ

একটা কথা প্রচলিত আছে না, ‘চায়ের কাপে ঝড়’। নারায়নগঞ্জের ইলেকশন বা সিলেকশন, লংমার্চ, লোকমান হত্যা কিংবা কার কি গোপন ভিডিও রিলিজ হল, জাতীয় বা আন্তর্জাতিক - আড্ডায় নিত্যদিন উঠে এই ঝড়। বড় ক্ষণস্থায়ি। চায়ের কাপে পাক খেতে খেতে উঠা ধোঁয়ার মত আয়েশী। তাই বোধ করি কোন রসিক কবি এমন বলেছিলেন। তা তিনি তো বলেই খালাস। এদিকে আড্ডা দিতে গিয়ে কথাটা মনে হলেই যে নুন দেয়া জোঁকের মত গুটিয়ে যাই। এর বিহিত করবে কে?