slideshow 1 slideshow 2 slideshow 3

You are here

সবুজ মুখের শিশুরা কখনও সচিবালয়ে যায় না

সবুজ মুখের শিশুরা কখনও সচিবালয়ে যায় না
শিশুদের ভেতরের সবুজতা মরে গেলে পরে তারা বড় হয়
আর শেষ সবুজের ছোঁয়াটুকু তারা সচিবালয়ে গিয়ে হারায়
সচিবালয়ে শুধু শাড়ি পরা, প্যান্ট পরা নানা দেহ ঘোরে
তাহাদের নাক আছে, চোখ আছে, মুখ আছে, বুক আছে
হৃদয়ে চঞ্চল ঘাসের সুবাতাস নেই

তাই সবুজ মুখের শিশুরা কখনও সচিবালয়ে যায় না

লেখার ধরন: 
12345
Total votes: 268

মন্তব্য

খালিদ-র ছবি

সচিবালয়েও পাতা আছে। চিঠির পাতা, ফাইল নোটের পাতা, আরও কত কী। শুধু সবুজ নয়, এই যা! সবুজ শিশুদের সেখানে না যাওয়াই ভাল। কারণ, তাদের জন্য রয়েছে অসীম যন্ত্রণা!

বি.দ্র. মন্তব্য করা যাচ্ছে দেখে করে দিলাম cheeky

শশাঙ্ক বরণ রায়-র ছবি

হ, মন্তব্য করা ভাল! এমনিতেই ব্লগের লেখা আর কেউ পড়ে না আজকাল।

........................................................

আদিবাসী বাঙ্গালী যত প্রান্তজন
এসো মিলি, গড়ে তুলি সেতুবন্ধন

খালিদ-র ছবি

পড়ে না কেমনে কই? অলরেডি ৯৮ বার পড়া হয়ে গেছে!!!

মন্তব্য