slideshow 1 slideshow 2 slideshow 3

You are here

অস্তমান

এখন এই মধ্যকার্তিকে-
আরক্ত সূর্য নামছে হলুদ ধানক্ষেতের ওইপারে।
 
দিগন্তের অন্ধকারে রক্তপিপাসু তান্ত্রিকের, সবটুকু হেমরস
শুষে নেয়া নিমিলিত চোখ, উন্মগ্ন এখন।
ফিনফিনে কুয়াশায় ছোপছোপ মাঠ- আধকাটা ফসল 
যেন হাই তুলছে দৈনন্দিন ঘুমের আগে মুড়ি দেয়া 
কাঁথার ভেতর আলস্যে ও পরম শান্তিতে।
দড়ির মত দিগন্তে ছুটে যাওয়া মেঠোপথ,
পাশেই সেই পুরাকালের নদী পেটফোলা সাপের মত, 
আকাশে রক্তিম মেঘ, তার জলছবি
বুকে নিয়ে আন্দোলনহীন, স্থির-
বড় বেশি শীতল-শান্তি বিরাজ করে এই মুহূর্তে এখানে।
 
মৃত্যুহিম ঘুম ভেঙে যদি কেউ জাগেওবা, বিস্ফারিত হয়ে
বুঁজে থাকা দৃষ্টিকোপ তখন অনল; ভস্ম
করে দেবে। শীতল-শান্তি চিরজীবী হয়, 
হবেও, আমাদের এই এখানে।
লেখার ধরন: 
12345
Total votes: 234

মন্তব্য