slideshow 1 slideshow 2 slideshow 3

You are here

গাইবান্ধা : ৬ ফেব্রুয়ারি ২০১৫

একলা, ঝরে মরতেছিল, বক
প্রসঙ্গ নয় ফকিরের কেরামত
বকের তো নেই বাপ-মা অথবা বোন
তবে কেন ছবিতে শোকের টোন?

আর সব থাক, নাকফুলটা ভাবি
ওটাই ছিল মন ভোলানোর চাবি
মুখটা গেছে, আগুনজ্বলা বোম
‘নাকফুল’ দেখি ডিএমসি’র ডোম
ঘাম মুছে কয়। আহারে নাকফুল
বেঁচে আছ তবু এই আকালের দিনে
আমার পাগলী জান ছিল যে বউ
অন্ধবোমা রাস্তায় নিল চিনে

একলা গেলি, নাকফুলটা রেখে
তোর কয়লা গোর দেব না আমি
জমতে জমতে পাহাড় যদি হয়
ছুঁয়ে যাবে মেঘ, জানবে আগামী

মানুষ তো আর বক নয় স্মৃতিহীন
ধুয়ে যাবে সব সময়-বন্যায়
বকব্যাথীরা যত কায়দাই কর
দাগ থেকে যাবে পোড়া গাইবান্ধায়

লেখার ধরন: 
12345
Total votes: 560

মন্তব্য

খালিদ-র ছবি

কবিতা ভাল লাগল৷

পোড়া মৃত্যু, গুলি খাওয়া মৃত্যু, গণপিটুনির মৃত্যু, গুমের মৃত্যু, লঞ্চ ডোবা মৃত্যু- প্রতিটি মৃত্যু যেন কবিতার এক একটি পংক্তি৷ অার এইসব মালার মত গেঁথে যাওয়া অপঘাতের মৃত্যুমালা এখন বাংলার সবচেয়ে মহান কবিতা...

শশাঙ্ক বরণ রায়-র ছবি

 ভাল লেগেছে জেনে খুশি, ধন্যবাদ!

হ্যা, নিজেও যদি এই আগুনে পুড়ে হালকা নিউজ টিউজ হয়ে মরে যাই, তাহলে তো গেলামই l আর বেচে থাকলে আগামীর শিশুরা জানতে চাইবে এ সময়ে আমরা কী করেছিলাম l

........................................................

আদিবাসী বাঙ্গালী যত প্রান্তজন
এসো মিলি, গড়ে তুলি সেতুবন্ধন

"মানুষ তো আর বক নয় স্মৃতিহীন
ধুয়ে যাবে সব সময়-বন্যায়
বকব্যাথীরা যত কায়দাই কর
দাগ থেকে যাবে পোড়া গাইবান্ধায়"

এগুলি কবির বৃথা আশা, পোড়ার উপরে ক্রীম লাগবে, অতঃপর স্বমাংশে সাধন হবে হরিণের ভোজ।

শশাঙ্ক বরণ রায়-র ছবি

 হয়তো তাই...

........................................................

আদিবাসী বাঙ্গালী যত প্রান্তজন
এসো মিলি, গড়ে তুলি সেতুবন্ধন

শশাঙ্ক বরণ রায়-র ছবি

 হয়তো তাই...

........................................................

আদিবাসী বাঙ্গালী যত প্রান্তজন
এসো মিলি, গড়ে তুলি সেতুবন্ধন

আজাদ-র ছবি

ইদানিং সব দেখে শুনে মনে হয় কোথাও কোন দাগ থাকবে না থাকছে না ধুয়ে মুছে যাচ্ছে সব যাবে সব. . .

মন্তব্য