slideshow 1 slideshow 2 slideshow 3

You are here

রেইনকোট

আজ ঘর থেকে বাহির হব না
বৃষ্টি দেখবো; ব্যালকনিতে বসে, খানিক দাড়িয়ে।
বৃষ্টি দেখবো; ঈশ্বরের চোখে
উচ্চতায় বৃষ্টির রূপ বদলে যায়।

গাছের বিপরীতে; উল্লম্ব বৃষ্টি পতন
ক্ষণিক পরেই বাতাসের তোড়ে এলোমেলো
বৃষ্টি, উল্লম্ব ঝরে পড়ে না আর।
আজ আর তোমার কথা মনে হয় না, শুধু মনে আসে
বৃষ্টিতে তোমার সাথে হাটা হয়নি; রেইনকোট গায়ে।
আজ আমি কোথাও যাব না,
ঈশ্বরের চেখে, সমতল থেকে আরেকটু উপরে
বৃষ্টি দেখবো; ব্যালকনিতে।


০৪ অক্টোবর ২০১৩/ শ্যামলী

12345
Total votes: 529

মন্তব্য