slideshow 1 slideshow 2 slideshow 3

You are here

আমরা মানুষরে ভাই!!!

আস্তিকতা বা নাস্তিকতা কিছুই বুঝি না
আমি হিন্দুও না আমি মুসলিমও না
আমি খ্রিস্টান নয় আমি বৌদ্ধও নয় 
আমি মানুষ, আমি মানুষ, মানুষ!
 
আমি মুক্তমনাও নয়, 
আবার সংকীর্ণতাতেও নেই
আমি বাম বা ডান পন্থীও না
আমি শুধুই জনতার দলে, 
আমি জনতার দলে, জনতার দলে। 
আমি মানুষের দলে, মানুষের দলে!
 
আমরা আমার ভাইয়েয়ের রক্তের কথা বলি
আমারা বোনের সম্ভ্রম হারানোর ব্যথা জানি 
মায়ের ইজ্জতে কালিমা লটে যাওয়া নষ্টা খ্যাতি 
আর পঙ্গু বাবার হারানো পুত্রশোক বুঝি ।
আমারা মানুষরে ভাই, আমারা মানুষ!
 
আমারা ধর্মকে ব্যাবহার করি না,
ধর্মের আদেশ পালন করাটাকে বুঝি;
আমারা অন্যের দোষ ধরাটা নয়,
নিজের দোষ শুধরাতে ভালবাসি।
আমারা ধর্মের অপ ব্যাখ্যায় বিশ্বাসী নয়
আমারা ধর্মকে সৃষ্টিকর্তার মতই ভালবাসি ।
 
আমায় তোমায় যুদ্ধে করতে চায় যারা বিভাজন
এ যুগেও এসেও ধর্ম ব্যবসায়ীরা হতে যায় ধর্মের আস্তা-ভাজন 
প্রতীক্ষায় আছে আজ বাংলার আপামর জনগণ
জবাব দিবে যদিও হয় তাতে প্রজন্মের মরণ।
 
ধর্ম বিশ্বাসী মানুষের ঢলে
ভেসে যাবে অন্যায়ের থলে
ধর্মের ব্যবসীয়ারা জনতার স্রোতে
ফিরে যাবে পাকিস্তান নামক মূত্রে! 
ধর্ম আমার, ধর্ম তোমার
ধর্ম যার যার রাষ্ট্র সবার। 
আমারা মানুষরে ভাই, আমরা মানুষ ।
 
আমারা একই সুতায় গাঁথা ...
আমারা সামাজিক জীব, আমারা সামাজিক।
আমারা শিরককারী নইরে ভাই, আমার আস্তিক, 
আমারা নাস্তিক, আমারা হিন্দু, আমারা মুসলিম আরও কত্ত কি... 
আমারা মানুষ, আমারা মানুষ...।
আমারা যুদ্ধ জয়ের পথে একই বৃন্তে সহযোদ্ধা 
শুধুই সহযোদ্ধা, সহযোদ্ধা, সহযোদ্ধা ...
আমারা মানুষরে ভাই, আমারা মানুষ...।
12345
Total votes: 485

মন্তব্য